রেডমি মোবাইল এর দাম বাংলাদেশ ২০২৪

প্রিয় পাঠক আপনি কি ২০২৪ সালে বাংলাদেশে রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের ফোনের দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। কিন্তু কোথাও কোনো ভালো ফলাফল পাচ্ছেন না। তাহলে আপনি একদম সঠিক সাইটে এসেছেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের ফোনের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
রেডমি মোবাইলের দাম বাংলাদেশ

২০২৪ সালের রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের ফোনের দাম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

ভূমিকা

আজকের পোস্টে রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের ফোনের দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশে রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের দাম কত এবং দাম অনুযায়ী সেই ফোনের মধ্যে কি ধরনের ফিচার রয়েছে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মনোযোগ সহকারে পুরো পোস্ট টি এখনই পড়ে ফেলুন।রেডমি কোম্পানি হল শাওমি মোবাইল কোম্পানির একটি শাখা। 

 এটি মূলত একটি চীনা মোবাইল কোম্পানি। এই কোম্পানি মানুষের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দামের ফোন বাজারে নিয়ে আসে। এখানে ১০,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফোন রয়েছে। নিচে রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের ফোনের দাম ও এর সুবিধা তুলে ধরা হলো।

রেডমি A1 ফোনের দাম ২০২৪

Redmi A1 ফোনটি বাজারে আসে ৯ সেপ্টেম্বর ২০২২ । Redmi A1 (2gb+32gb) ফোনটির দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনটিতে আরও যেসব সুবিধা রয়েছে তা হল এই ফোনটির ব্যাটারি হচ্ছে ৫০০০mah। এই ফোনের সাথে রয়েছে 10w চার্জার। এর পিছনের ক্যামেরা 8mp ও সামনের ক্যামেরা 3mp । এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন 720×1600 পিক্সেল। অ্যান্ড্রয়েড 12 ভার্সনের এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.2" । এছাড়া এই ফোনটিতে রয়েছে Quad-core প্রসেসর। স্বল্প বাজেটের মধ্যে Redmi A1 একটি চমৎকার ফোন।

রেডমি 10 মোবাইলের দাম ২০২৪

Redmi 10 মোবাইলটি বাজারে আসে ২০ আগস্ট ২০২১। র‍্যাম ও ফোনের স্টোরেজ সাপেক্ষে এই ফোনটির দামের পার্থক্য রয়েছে। যেমন,Redmi 10 (4gb+64gb) 18,999 টাকা, (4gb+128gb) 19,999 টাকা, (6gb+128gb) 20,999 টাকা। এই ফোনটিতে রয়েছে 6.5"ডিসপ্লে, ব্যাটারি ৫০০০ অ্যাম্পিয়ার ও 18w ফাস্ট চার্জার। ফোনটির পেছনের ক্যামেরা 50mp+8mp+2mp+2mp ও সামনের ক্যামেরা 8mp। ফোনটি Octa-core প্রফেসর সম্পন্ন এবং 2g,3g,4g নেটওয়ার্ক সাপোর্ট করে।

রেডমি নোট11 মোবাইলের দাম ২০২৪

রেডমি নোট ১১ এই ফোনটি ফেব্রুয়ারি ২০২২ এ বাজারে আসে। ফোনটিতে অনেক বেশি ফিচার রয়েছে। র‍্যাম ও ফোনের স্টোরেজ অনুযায়ী ফোনটির দামের পার্থক্য রয়েছে। যেমন, (4+64)=19,499 টাকা,(4+128)=21,499 টাকা, (6+128)= 22,499 টাকা, (8+128)=24,499 টাকা। ফোনটিতে 2g,3g,4g নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটিতে 6.5" ডিসপ্লে রয়েছে। ফোনটির ব্যাটারি 5000mah ও 33w চার্জিং ক্ষমতা সম্পন্ন। এর পিছনের ক্যামেরা 50+8+2+2mp ও সামনের ক্যামেরা 13mp । ফোনটির ডিসপ্লেরেজুলেশন 1080×2400 ও এর প্রসেসর Octa-core ।

রেডমি নোট 12 ফোনের দাম ২০২৪

রেডমি নোট 12 এই ফোনটি 30 মার্চ 2023 এ বাজারে আসে। ফোনটিতে অনেক বেশি ফিচার রয়েছে। র‍্যাম ও ফোনের স্টোরেজ অনুযায়ী ফোনটির দামের পার্থক্য রয়েছে। যেমন, (4+128)=19,999 টাকা, (6+128)= 21,999 টাকা, (8+128)=22,999 টাকা। ফোনটিতে 2g,3g,4g নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটিতে 6.67" ডিসপ্লে রয়েছে। ফোনটির ব্যাটারি 5000mah ও 33w চার্জিং ক্ষমতা সম্পন্ন। এর পিছনের ক্যামেরা 50+8+2+2mp ও সামনের ক্যামেরা 13mp । ফোনটির ডিসপ্লেরেজুলেশন 1080×2400 ও এর প্রসেসর Octa-core ।

রেডমি নোট 12 Pro ফোনের দাম ২০২৪

রেডমি নোট 12 pro এই ফোনটি 1নভেম্বর ২০২২ বাজারে আসে। ফোনটিতে অনেক বেশি ফিচার রয়েছে। র‍্যাম ও ফোনের স্টোরেজ অনুযায়ী ফোনটির দামের পার্থক্য রয়েছে। যেমন, (6+128)= 29,000 টাকা, (8+128)=32,500 টাকা। ফোনটিতে 2g,3g,4g নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটিতে 6.67" ডিসপ্লে রয়েছে। ফোনটির ব্যাটারি 5000mah ও 33w চার্জিং ক্ষমতা সম্পন্ন। এর পিছনের ক্যামেরা 50+8+2+2mp ও সামনের ক্যামেরা 13mp । ফোনটির ডিসপ্লেরেজুলেশন 1080×2400 ও এর প্রসেসর Octa-core ।

মন্তব্য

রেডমি কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল বাংলাদেশি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ডাহা অনুযায়ী ভালো মানের ফোন রেডমি কোম্পানি রয়েছে। এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন সবাইকে পোস্টটি শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ridoy blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url