বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত
প্রিয় পাঠক, আপনি কি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিভাবে নেবেন, কোন কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি পরীক্ষা হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন। আজকের এই পোস্টে কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে আলোচনা করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের প্রত্যেকের জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সময়।
এই সময় একটি সুন্দর প্রস্তুতি ছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করে চান্স পাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি ভর্তি পরীক্ষার জন্য সাজানো গোছানো সুন্দর প্রস্তুতি নিতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা
এই পোস্টটিতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিভাবে নেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধরন, ভর্তি পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং মানবিক বিভাগের ভর্তি প্রস্তুতি জন্য কি কি পড়তে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা
বিশ্বের প্রতিটি দেশের মতো আমাদের বাংলাদেশেও ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীর আগমন ঘটে। বাংলাদেশে প্রায় ৬০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১০৯ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। ৬০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এই সবগুলো বিশ্ববিদ্যালয় মিলিয়ে সিট সংখ্যা প্রায় ৬০ হাজার এর মত।কিন্তু প্রতিবছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিন্তু চান্স পায় মাত্র ৬০ হাজার পরীক্ষার্থী। আর বাকি কয়েক লক্ষ স্টুডেন্ট ন্যাশনাল পর্যায়ের বিভিন্ন কলেজ থেকে তাদের অনার্স বা ডিগ্রী কোর্স সম্পন্ন করে। আপনি যদি নিজেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে দেখতে চান তাহলে বুঝতেই পারছেন আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি
প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি ভিন্ন রকম আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি ভিন্নরকম। নিম্নে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো:
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৫৯৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১২০ মার্কের ভর্তি পরীক্ষা হয়। তার মধ্যে বাংলা ইংরেজি অসাধারণ জ্ঞানের উপর ৬০ নম্বর এম সি কিউ, ৪০ নম্বর বাংলা ও ইংরেজি লিখিত আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ২০ নম্বর থাকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় স্থানীয় বিদ্যাপীঠ। এখানে মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭৩ টি। এখানে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয় যেখানে 80 টি mcq থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি বা চারটি শিফটে প্রতিটি ইউনিটে মোট ৭২ হাজার করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় (GST):গুচ্ছ ভর্তি পরীক্ষায় একত্রে ২২ টি বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা নিয়ে থাকে। এখানে মোট আসন সংখ্যা প্রায় ২৩ হাজারের মতো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত এমসিকিউ পদ্ধতিতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ১০০ টি mcq থাকে।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ সময়। ভর্তি পরীক্ষার্থীদের কাছে এটি শুধু পরীক্ষা নয় এটি একটি যুদ্ধ। এই ভর্তি যুদ্ধে জয়ী হওয়ার জন্য চাই গোছানো প্রস্তুতি এবং ভালো মানের কিছু বই। ভর্তি প্রস্তুতির জন্য বাজারে অনেক প্রকাশনীর বই রয়েছে। তার মধ্যে জয়কলি প্রকাশনীর বইগুলো অনেক ভালো। তবে মানবিকের পরীক্ষার জন্য জয়কলি প্রকাশনীর বাংলা বিচিত্রা, মাস্টার ইংলিশ বই, জোবায়ের সিরিজের জুবায়ের জিকে এই বই তিনটির কোন বিকল্প নেই।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জয়কলি প্রকাশনীর বই গুলোই সেরা যেমন পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, জীববিজ্ঞান বিচিত্রা, গণিত বিচিত্রা ইত্যাদি। ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জয়কলি প্রকাশনীর বিভিন্ন বই যেমন ব্যাংকিং বিচিত্রা, পরিসংখ্যান বিচিত্রা, একাউন্টিং বিচিত্রা ইত্যাদি বইগুলো খুব ভালো। এই বইগুলোর পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক প্রশ্ন ব্যাংক থাকে সেগুলো পড়া অবশ্যই গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষ থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র তিন মাসের মধ্যেই প্রতিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনেকই শুধু এই তিন মাস পরেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চান। কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি গুছিয়ে নিতে হবে।
ভর্তি পরীক্ষার জন্য কি পড়তে হবে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের জন্য কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
বাংলা: উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল কবিতা ও গদ্য থাকে সেই গদ্য ও কবিতা লেখক পরিচিতি, গল্পের মূল ভাব, কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম তাদের জীবনে জানতে হবে। বাংলা দ্বিতীয় পত্র থেকে বাংলা ভাষা ব্যাকরণ বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ প্রকৃতি প্রত্যয় সমাস কারক ও বিভক্তি পারিভাষিক শব্দ গুরুত্বপূর্ণ শব্দার্থ সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা, সন্ধি বসন শব্দের শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়গুলো অতীব গুরুত্ব সহকারে পড়তে হবে।
ইংরেজি: ইংরেজির জন্য ইংরেজি গ্রামার ও ভোকাবুলারি অংশে বেশি জোর দিতে হবে গ্রামের অংশে parts of speech, voice change, narration, subject verb agreement, right form of verb, conditional sentence, parallelism and structur, redundancy, affirmative and negative agreement, WH question and embedded question, pinpoint error, vocabulary, correct spelling এছাড়াও উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রথম পত্রের সাহিত্য অংশ পড়তে হবে।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান অংশে মূলত দুইটি পার্ট থাকে। একটি পারটে বাংলাদেশ বিষয়ক বলি ও অন্য পার্কে আন্তর্জাতিক বিষয় বলি থেকে আলোচনা করা হয়। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব পড়তে হবে। বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, বিভিন্ন প্রাচীন স্থাপত্য, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, চলচিত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব, খেলাধলা, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সংবিধান ইত্যাদি বিষয়ে ভালোভাবে পড়তে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশের সম্পর্কে ধারনা, বিশ্বের প্রাচীন স্থাপত্য, ঐতিহ্য, জাতিসংঘ, বিভিন্ন পুরস্কার, আন্তর্জাতিক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশ্বের প্রতিটি দেশের রাজধানী, মুদ্রা, ভাষা, বিশ্বের দীর্ঘতম উচ্চতম, বৈশ্বিক বিভিন্ন চুক্তি ইত্যাদি বিষয় পড়তে হয়। এছাড়াও সাম্প্রতিক বিষয়গুলি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে।
এজন্য প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে, টেলিভিশনে প্রতিদিনের খবর শুনতে হবে, সাম্প্রতিক টপিকের উপর বিভিন্ন প্রকাশনীর লিখিত বই পড়াশোনা করে তথ্য সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আসলে নির্দিষ্ট কোন পড়াশোনা থাকেনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রচুর পড়াশোনার প্রয়োজন। যে যত বেশি পড়বে সে তত বেশি ভালো জায়গায় অবস্থান করবে।
মন্তব্য
আজকের পোস্টে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি জন্য কিভাবে পড়াশোনা করবেন, কি কি বই পড়তে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ক এই পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজন সকলের কাছে শেয়ার করে সাথে থাকুন।
Ridoy blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url